একটু চাই,,,

একটা সময় ছিল। যখন, পৃথিবীতে পশুর চেয়ে মানুষের সংখ্যা কিছু হলেও বেশি ছিল। কিন্তু এখন চোখ বন্ধ করে বলা যায় যে পশুর সংখ্যা বেশি।

অনেক দিন আগে কোন এক শীতের সকালে উঠে শুনেছিলাম দিল্লিতে একজন মেয়ে কে রেপ করা হয়েছে।
একজন নারী, একজন বাবার আদরের মেয়ে, এক তরুনের স্বপ্ন বোনা ভালবাসাকে সারারাত রেপ করে শেষ করা হয়েছিল। সারা ভারত জেগে উঠেছিল সেই প্রতিবাদে। না আজকে ভারতের কথা বলব না। আমার নিজের দেশের কথাই বলব। সেই শীতের সকালে জানা বিভৎস ঘটনা শেষ ছিল না। বরং ছিল শুরু।
আমাদের দেশের মানুষ অনুকরণ খুব পারে। আর যদি তা খারাপ কোন জিনিসের হয় তাহলে তো কথাই নেই।

রাতে একজন নারী নিরাপদ না।সন্ধ্যায় একজন নারী নিরাপদ না। বাসে নিরাপদ না। তাহলে কোথায় আছে নিরাপত্তা?
কালকেই একজন বাবাকে বাস থেকে ফেলে মেয়েকে অপহরণ করা হয়। আর তার কিছুক্ষণ পর পাওয়া যায় সেই মেয়ে লাশটা। এটা বুঝতে তদন্ত কমিটির প্রয়োজন হয় না যে সেই মেয়েটাকে রেপ করা হয়েছিল।
খুব জানতে ইচ্ছা করছিল, মেয়েটার কি স্বপ্ন ছিল? মারা যাওয়ার আগে কি কাউকে দেখতে ইচ্ছা করছিল? নিজের ভাগ্যের কথা মনে পড়ছিল? জানা হবে না কখনও। প্রতিদিনের মাঝে একটু একটু করে হারিয়ে যাবে সবকিছু।

আবার সকাল আসবে। দেখা হবে না আর তার। প্রতিদিনের চাল, ডাল, আলু, মরিচের ভিড়ে হারিয়ে যাবে। হারিয়ে যাবে সবকিছু।

একজন মেয়ের সত্যি সুন্দর একটা সকাল কখনও দেখা হবে না।

প্রতি সকালেই ভাবতে হবে প্রতিদিনের জিবন যুদ্ধ নিয়ে।এই অন্যায়-অবিচারগুলি আপনিই করেন। সমাজের একজন পুরুষ হিসেবে। শারীরিকভাবে আপনি শক্তির অধিকারী বলে। আবার কোন অন্যায়ে আপনিই চোখ বন্ধ করে থাকেন।

কেন করেন,,?
নিজেকে প্রশ্ন করেছেন কখনো?
আপনি কি কখনো পিতা হবেন না?
সন্তানের জন্য থাকবেনা অসীম মমতা?
আপনার মেয়ের জন্য থাকবে না বাবার আদর?
তাহলে কেন অন্য একজন পিতার ভালবাসা ধ্বংস করেন?
একজন নারীকে অসম্মান করেন?
আপনিই করেন। কখনো প্রত্যক্ষ ভাবে কখনো বা পরোক্ষভাবে।
চাইলেই আমরা পারি সব কিছু পরিবর্তন করতে। আমরা না হয় একটু চাই। আমাদের নারীদের জন্য নিরাপদ একটি পরিবেশ। যেখানে বাবার সামনে কোন মেয়ের শ্লীলতাহানি হবে না। বাসে উঠে হতে হবে না অসম্মানের শিকার।
যেদিন প্রথম আলো হবে সম্মানের, ভালবাসার, নিরাপত্তার। সকাল হবে ভীতি মুক্ত।
আমরা না হয় একটু চাই।।।।

3 thoughts on “একটু চাই,,,

Leave a comment